ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৪ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংস খেলেছেন রিশাদ হোসেন ম্যাচ সুপার ওভারে গড়ালে তাকে না নামিয়ে সাইফ হাসান, সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট। তবে ক্যারিবীয়দের দেয়া ১১ রানের লক্ষ্যতাড়ায় বাংলাদেশ ১ রানে হার দেখেছে। রিশাদকে না নামানোতে প্রশ্ন ওঠাটাই ছিল স্বাভাবিক। তবে সৌম্য জানিয়েছেন, কেনো নামানো হয়নি রিশাদকে। ক্যারিবীয়দের বিপক্ষে সুপার ওভারে হারের পর সংবাদ সম্মেলনে আসেন সৌম্য সরকার। সেখানে জানান, সুপার ওভারের ব্যাটিং লাইনআপ তৈরি করেছেন কোচ ও অধিনায়ক মিলেই। রিশাদকে না নামানোর কারণ দেখিয়ে বলেছেন, ‘ওটা কোচ আর অধিনায়কের পরিকল্পনা ছিল। তাদের পরিকল্পনার একটা অংশ ছিল এটা। তারা চিন্তা করেছে যে মেইন ব্যাটার পাঠাবে।’ সৌম্য জানালেন, এর পেছনে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশনের কথাও চিন্তা করেছে টিম ম্যানেজমেন্ট। পুরো সিদ্ধান্তই...