২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম একেই বলে স্বার্থ। কিছুদিন আগেও বিএনপির বিরুদ্ধে একাট্টা ছিল। নানা ইস্যুতে বিএনপির বিরুদ্ধে প্রচারণা চালিয়েছে কাঁধে কাঁধ মিলিয়ে। সেই জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতারা এখন মুখোমুখি হয়েছেন। এক দল অন্য দলকে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন। আর এ আক্রমণ-পাল্টা আক্রমণে ‘গাঁয়ে মানে না আপনি মোড়ল’ প্রবাদের মতো মুরুব্বিগিরি করতে গিয়ে ধরা খেলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি নেতাদের ছোট করতে গিয়ে তিনি তীব্র প্রতিবাদের মুখে পড়লেন। নতুন দলের নেতাদের নিয়ে জামায়াত নেতার বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি। দলটির নেতারা বলছেন, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ‘ঔদ্ধত্যমূলক’ বক্তব্য দিয়েছেন এবং ওই বক্তব্যকে এনসিপি নেতারা ‘অসদাচরণ’ হিসেবেও আখ্যায়িত করেছেন।...