২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম ত্রিভুজ প্রেমের দ্বন্দ্বে খুন হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা মো. জোবায়েদ হোসেন (২৫)। মাহির রহমান নামে সমবয়সী যুবকের সাথে দীর্ঘ দিনের সম্পর্ক ছিল বার্জিস শাবনাম বর্ষার। অপরদিকে দেড় বছর ধরে জোবায়েদের প্রতি দুর্বল হয়ে পড়ে সে। অথচ কারো সঙ্গেই সম্পর্ক ছিন্ন করার সাহস দেখাতে পারেনি বর্ষা।শেষমেশ পুরোনো প্রেমিকের হয়ে জোবায়েদকেই হত্যার পরিকল্পনা করে সে। একেবারে বরগুনার মিন্নির ভূমিকার মতোই প্রেমিক মাহিরকে দিয়ে জোবায়েদকে হত্যা করে। আর পাশে থেকেই এ হত্যার নির্মমতা নিজ চোখে দেখে বর্ষা। ছুরিকাহত হবার পরেও বাঁচার জন্য বর্ষার কাছে বারবার আকুতি জানিয়েছিল জোবায়েদ; কিন্তু বর্ষার মন গলেনি। উল্টো বর্ষার ভাষ্য ছিলÑ ‘তুমি না সরলে আমি মাহিরের হতে পারব না’। শেষমেশ একাধিক ফ্ল্যাটেও সজোরে আঘাত করেছিল...