২২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম জাতীয় নির্বাচনকে সামনে রেখে এক ভয়াবহ সংকট, চ্যালেঞ্জ ও অনিশ্চয়তার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। যদিও এটি খুব অপ্রত্যাশিত- অস্বাভাবিক আশঙ্কা নয়। চব্বিশের ৫ আগস্ট শেখ হাসিনা ও তার দোসরদের নির্বিঘেœ ভারতে পালিয়ে যাওয়া অত:পর ভারতীয় মিডিয়া, ডিপস্টেট, সরকার এবং রাজনৈতিক দলগুলোর বাংলাদেশবিরোধী অবস্থান, প্রোপাগান্ডা ও ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলার নানামুখী উস্কানি ও অপতৎপরতার মধ্য দিয়ে তাদের এজেন্ডা ও অভিপ্রায় পরিষ্কার হয়ে গেছে। চব্বিশের আগস্ট থেকে পঁচিশের অক্টোবর পর্যন্ত দীর্ঘ ১৫ মাসে শেখ হাসিনা ও তার দোসরদের সব অপচেষ্টা ব্যর্থ হলেও বাংলাদেশ নিয়ে ভারতীয় কুশীলবদের অপতৎপরতা ও হুমকি-ধামকি বন্ধ হয়নি। গত সপ্তায়ও ত্রিপুরার এক ক্ষমতাধর রাজনীতিক বাংলাদেশ দখল করে নেয়ার হুমকি দিয়ে করা ভিডিও ইউটিউবে ছড়িয়ে পড়েছে। এর...