২২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে ২০১২ সালের ২৫ জুন সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণ করেন জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। ২০১৫ সালের ২৫ জুন তিনি মেয়াদ শেষ করে অবসরে যান। তারপর থেকে তার তেমন কোনো খোঁজ ছিল না। অনেকটা লোকচক্ষুর অন্তরালে ছিলেন। ২০২৪ সালে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের সময় হঠাৎ করেই যেন তিনি দৃশ্যপটে আবির্ভূত হন। বিপ্লবী হয়ে ওঠেন। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আন্দোলনের পক্ষে অবস্থান নেন। তার অনুগত অবসরপ্রাপ্ত সেনাকর্মর্তাদের অভ্যুত্থানের পক্ষে মাঠে নামান। বলা হয়ে থাকে, ৫ আগস্ট হাসিনার পতনের পর ইকবাল করিম ভূঁইয়া আশা করেছিলেন, সেনা প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অন্তর্বর্তী সরকার গঠন করে দেবেন এবং সেই সরকারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠবেন তিনি। তার এ আশা পূরণ হয়নি।...