২২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম পর্তুগাল অনূর্ধ ১৬ দলে ডাক পেলেন ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে জুনিয়র রোনালদো। তুরস্কে ফেডারেশন কাপ সামনে রেখে সোমবার পর্তুগালের অনূর্ধ্ব-১৬ দল ঘোষণা করা হয়। ২২ জনের দলে রোনালদো জুনিয়রকে রেখেছেন প্রধান কোচ ফিলিপে রামোস। অনূর্ধ্ব-১৬ পর্যায়ের জাতীয় দলভিত্তিক এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলবেন জুনিয়র। ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট চলবে। গ্রুপ পর্বে পর্তুগালের প্রতিপক্ষ তুরস্ক, ওয়েলস ও ইংল্যান্ড। গত মে মাসে পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলের হয়ে ক্রোয়েশিয়ায় একটি ডেভেলপমেন্ট টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের বিপক্ষে ২ গোল করে শিরোপা জেতান রোনালদো জুনিয়র। সম্ভবত এ কারণেই খুব দ্রুত অনূর্ধ্ব-১৬ দলে তাঁকে অন্তর্ভুক্ত করা হলো। বাবার স্বপ্নপূরণের পথে আরও এক ধাপ এগোলেন ছেলে। জুনিয়র রোনালদোকে নিয়ে চলতি বছরের শুরুতে এক স্বপ্নের...