২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম বহুদিনের দুঃখ, ব্যথা, আর কষ্ট নিয়ে বসবাস করা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের অবহেলিত গ্রাম ক্ষমতাপুর। নামে ক্ষমতাপুর হলেও ক্ষমতা দেখাতে পারে না তারা। একদিকে নদী, অন্যদিকে বিল-হাওর। ভৌগোলিকভাবে গ্রামটি পানিবেষ্টিত থাকে বছরের বেশিরভাগ সময়। নেই যাতায়াতের রাস্তাও। নদীর তীর ঘেঁষে আঁকা-বাঁকা মেঠো পথ ধরেই বংশপরম্পরায় তাদের পথ পাড়ি দিতে হয় গ্রামের বাহিরে যাতায়াতে। সারাবছর নদী পারাপারে ডিংঙি নৌকায়ই তাদের একমাত্র ভরসা। তিতাস নদীর শাখা বয় গ্রামটির পাশ ঘেঁষে বয়ে গেছে। মনে হয় গ্রামটি যেন নদীর বাঁকে বাঁকে। দেখতে ধনুকের মতো বাঁকা, নয়নাভিরাম ছবির মতো। বর্ষায় চারদিকে থৈ থৈ জলরাশি যেন একটি দ্বীপ। শুস্ক মৌসুমে সবুজ-শ্যামল প্রাকৃতিক সৌন্দর্যে এক মনোরম পরিবেশ। যেখানে বাসিন্দাদের জীবনধারার সাথে নদী-হাওর মিলেমিশে একাকার...