২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম কুষ্টিয়ার খোকসায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠা জামায়াত কর্মীকে লঘুদÐ দিয়ে ‘মীমাংসা’ করেছেন দলীয় নেতারা। সপ্তাহখানেক আগের ঘটনাটি গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে জানাজানি হয়। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জামায়াতের এক নেতাকে বলতে শোনা গেছে, ‘ধর্ষকের অভিভাবকেরা জুতা দিয়ে পিটিয়ে ঠিক (মীমাংসা) করে দিয়েছেন।’তবে পুলিশের এক কর্মকর্তার ভাষ্য, ভুক্তভোগীর শিশুর পরিবারকেও টাকার লোভ দেখিয়ে মামলা থেকে দূরে রাখা হয়। উপজেলার গোপগ্রাম ইউনিয়নের একটি গ্রামে গত ১২ অক্টোবর দিনের বেলায় তৃতীয় শ্রেণির ওই ছাত্রী ধর্ষণের শিকার হয় বলে স্বজনের অভিযোগ। ভিডিওতে শিশুটির চাচিকে বলতে শোনা যায়, তিন শিশু স্থানীয় মাদ্রাসার ছাদে বসে খেলা করছিল। সেখানে আমির হোসেন হাজির হন। শিশুদের ভুলিয়ে-ভালিয়ে মোবাইলে অশ্লীল ভিডিও দেখান তিনি। অন্য শিশুরা পালিয়ে...