২২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম ইতিহাসের অংশ হলেন লাল-সবুজ কাবাডি দলের মেয়েরা। বাহরাইনে চলমান এশিয়ান যুব গেমসের তৃতীয় আসরে এবার প্রথম যুক্ত হয়েছে কাবাডি। প্রথমবার অংশ নিয়েই ব্রোঞ্জপদক জিতেছে বাংলাদেশ বালিকা দল। গতকাল বাহরাইনের ঈসা স্পোর্টস সিটিতে শ্রীলঙ্কাকে ৪৭-৪০ পয়েন্টে হারিয়ে ব্রোঞ্জ নিশ্চিত করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দল। ম্যাচ তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে ২৫-১৮ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে দু’দলই ২২ পয়েন্ট করে স্কোর করে। প্রথমার্ধে ৭ পয়েন্ট এগিয়ে থাকায় শেষ পর্যন্ত ম্যাচ জিতে বাধভাঙ্গা উল্লাসে মাতে লাল-সবুজের মেয়েরা। উল্লাসের মাত্রা বেশি হওয়ার কারণ এশিয়ান যুব গেমসের ইতিহাসে অনূর্ধ্ব-১৮ বালিকা কাবাডি দলই বাংলাদেশকে প্রথম পদক এনে দিলো। যুব এশিয়ান গেমসে নারী কাবাডিতে মাত্র পাঁচ দল অংশগ্রহণ করে। কাবাডিতে চতুর্থ হওয়া...