২২ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম নারায়ণগঞ্জের নিষ্ঠুরতম সাত খুন মামলায় (সেভেন মার্ডার) আসামিপক্ষের আপিল শুনানি এক মাসের জন্য মুলতবি করা হয়েছে। গতকাল মঙ্গলবার প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন আপিল বিভাগীয় বেঞ্চ শুনানি শেষে এ মুলতবি করেন। সরকারপক্ষের করা আবেদনের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর. হক।২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের তৎকালিন প্যানেল মেয়র নজরুল ইসলামসহ সাত জনকে অপহরণ করে হত্যা করা হয়। এ মামলায় হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল শুনানি ছিলো গতকাল। আবেদনের শুনানি শেষে চার সপ্তাহের জন্য মুলতবি করেন আদালত।প্রসঙ্গত: ২০১৪ সালের ২৭ এপ্রিল ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়া এলাকা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ ৭ জন ঈধহৃত অপহৃত হন। তিন দিন পর...