২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নমনীয়তা ও বাড়িভাড়া বৃদ্ধি করায় এবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে ইবতেদায়ী মাদরাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দ্রুত জাতীয়করণের দাবিতে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন ইবতেদায়ী মাদরাসার শিক্ষকরা, ১১তম গ্রেডের দাবিতে মাঠে নামবে প্রাথমিকের শিক্ষকরা। ইবতেদায়ী শিক্ষকরা বলছেন, দ্রুত জাতীয়করণ না হলে অনির্দিষ্টকালের জন্য অনশনে যাবেন তারা। এদিকে গত সোমবার বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সঙ্গে বৈঠক করে পে-কমিশন, শিক্ষকদের ১১তম গ্রেডের দাবির বিষয়ে আলোচনা হয়। আলোচনা শেষে শিক্ষক নেতারা বলেন, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বাস্তবায়নে পে-কমিশনের বক্তব্য তাদের হতাশ করেছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, কঠোর আন্দোলন ছাড়া আমাদের আর কোনো উপায় থাকবে না। জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান...