এক সময় গ্রাহকদের বিনিয়োগকে জায়েজ করতে ইসলামী ব্যাংকগুলোর বোর্ড নিজেদের মতো করে ফতুয়া দিত। ব্যাংকগুলোতে এই অনিয়ম যেন আর না হয়, শরিয়াহ ভিত্তিক সেই সকল ব্যাংকগুলোর স্বচ্চতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আলাদা উপদেষ্টা শরিয়াহ অ্যাডভাইজরি বোর্ড বা উপদেষ্টা পর্ষদ (এসএবি) গঠন করছে। এই বোর্ডের সদস্যরা রাজনৈতিক বা যে কোনো ধরনের প্রভাবকে অপেক্ষা করে ধর্মীয় এবং ব্যাংকিং দৃষ্টিকোণ থেকে বিনিয়োগের ক্ষেত্রে তারা সিদ্ধান্ত দেবেন। যা ইসলামী ব্যাংকিং খাতে একটি যুগান্তকারী মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করেন ইসলামিক স্কলাররা। বিশ্বের অন্যান্য মুসলিমপ্রধান দেশ যেমন-মালয়েশিয়া, বাহরাইন, পাকিস্তান, ওমান, ইরান ও সংযুক্ত আরব আমিরাতে-দীর্ঘদিন ধরেই কেন্দ্রীয় ব্যাংকের অধীনে শরিয়াহ বোর্ড কার্যকরভাবে কাজ করছে। সে দেশের কেন্দ্রীয় ব্যাংকে এমন পর্ষদ থাকলেও বাংলাদেশে ছিল না। যদিও ১৯৮৩ সাল থেকে দেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রম শুরু হয়।এ...