হঠাৎ শরীর অবশ হয়ে যাওয়া, হাত-পা না নড়ানো, বা নিঃশ্বাস নিতে কষ্ট—এসবই হতে পারে এক ভয়ংকর রোগের প্রাথমিক ইঙ্গিত। রোগটির নাম জিবিএস (Guillain-Barré Syndrome)। এটি খুব বেশি পরিচিত না হলেও, শুরুতে সামান্য দুর্বলতা বা ঝিনঝিন ভাব দিয়ে শুরু হয়, আর পরে রোগীকে সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত করে দিতে পারে। বিশেষজ্ঞদের ভাষায়, জিবিএস এমন এক জটিল অবস্থা যেখানে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিজেই পেরিফেরাল স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে, যার ফলে মাংসপেশি দুর্বল হতে শুরু করে। এই দুর্বলতা বাড়তে বাড়তে এমন পর্যায়ে পৌঁছায় যে, রোগী হাত-পা নড়াতে, কথা বলতে, এমনকি শ্বাস নিতে পর্যন্ত অক্ষম হয়ে পড়েন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, যেকোনো বয়সের মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে, তবে ৩০ থেকে ৩৫ বছর বয়সী পুরুষদের মধ্যে ঝুঁকি তুলনামূলক বেশি। ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগের (NHS) তথ্য...