বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ১৪ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্ট গার্ডের সদস্যরা। মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন-মেঘনা নদীতে সন্ধ্যায় যৌথ অভিযান চালিয়ে ১৪ জন জেলেকে আটক করে ভ্রাম্যমান আদলতে সোর্পদ করা হয়। তিনি আরও জানিয়েছেন-ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট অভ্র জ্যোতি বড়াল আটককৃতদের মধ্যে ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড, তিনজনকে ১০ হাজার টাকা করে ৩০ হাজার টাকা...