দার্শনিক ফিদোর দস্তয়েভস্কির বিখ্যাত একটি বইয়ের নাম ‘নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড’। লেখক ঊনবিংশ শতাব্দীর অত্যন্ত সুপরিচিত ঔপন্যাসিক, গল্পকার, সাংবাদিক ও দার্শনিক। তার শ্রেষ্ঠ উপন্যাসের আরেকটা ‘দ্য ইডিয়ট’, ১৮৬৯-এ লেখা। এ রকম লেখকদের জীবন দর্শন, সমাজ ও রাষ্ট্র দর্শনজ্ঞান, যুগ-যুগান্তর অমøান থাকে। আজকের বিষয়ে লিখতে গিয়ে উল্লিখিত দার্শনিকের একটা কথা মনে পড়ে তার ‘নোটস ফ্রম দ্য আন্ডারগ্রাউন্ড’ বইয়ের কথা। সংক্ষেপে বললে মূল কথা হচ্ছে ‘স্থিতিশীল মানুষদের কথা, যারা আনন্দের সূক্ষ্ম ও গভীর অনুভূতির কথা জানেন না। এরা যদিও কখনো সর্বশক্তি দিয়ে যাঁড়ের মতো চেঁচায়, যদিও এতে তাদের বেশ নামডাক হয়, তবু বলব অসম্ভবের সঙ্গে সংঘর্ষ ঘটলেই এরা চিৎপটাং হয়ে যান’। অসম্ভব মানে পাথরের দেয়াল। পাথরের দেয়াল কী? নিশ্চয়ই তা প্রকৃতির বিধান! লেখক বলেন, ‘পাথরের দেয়ালকে সান্ত¡না হিসেবে নিতে পারলে মন্দ হতো...