বিদেশ থেকে একটি পার্সেল এসেছে এবং তা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের কাস্টমস হাউজে জমা আছে, সেখান থেকে ছাড়াতে হলে অর্থ লাগবে। বিশ্বাস অর্জন করার জন্য পাঠানো হয় পার্সেলের ছবি। ফেসবুকে এরকম একটি মেসেজ পাওয়ার পর যোগাযোগ করলে বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখিয়ে ১১ লক্ষ ৮৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার পর ভুক্তভোগী বুঝতে পারে তিনি প্রতারিত হয়েছেন। এরকম একটি ঘটনায় মামলার প্রেক্ষিতে প্রতারণা চক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) এর একটি আভিযানিক দল। সাইবার ইন্টেলিজেন্স এন্ড রিস্ক ম্যানেজমেন্ট এর একটি চৌকশ টিম গত ২০/১০/২০২৫ খ্রি. দিবাগত রাত ০১:৫০ ঘটিকায় (২১/১০/২০২৫ খ্রি.) ঢাকা নগরীর তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন কুনিপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতর নাম মোঃ নূরে আলম @ তুহিন (২৪), পিতা- মোঃ তৈয়ব আলী, মাতা- নূরুন নাহার...