উইকেট নিয়ে কথার শেষ নেই। তারপরও উইকেট ছাপিয়ে রাতে বড় হয়ে দেখা দিল বাংলাদেশ ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্ত। ওয়ানডে সিরিজে আগের ম্যাচেই নিজের ক্যারিয়ার সেরা বোলিং নৈপুণ্য উপহার দিয়ে সাফল্যের রথে আকাশ পানে ছুটছেন রিশাদ হোসেন। আজ মঙ্গলবার দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত বোলিং করে ১০ ওভারে ৪২ রানে ৩ উইকেট শিকারী লেগিস্পনার রিশাদ। ওয়েষ্ট ইন্ডিজের একজন ব্যাটারও ২ ম্যাচে একবারের জন্য রিশাদকে স্বস্তিতে খেলতে পারেননি। খেলা সুপার ওভারে গড়ানোর পর মনে করা হয়েছিল রিশাদ হোসেনই সুপার ওভারে বোলিং করবেন। কিন্তু ভক্ত, সমর্থক ও ক্রিকেট অনুরাগিদের অবাক করে বাংলাদেশ ম্যানেজমেন্ট বোলিং করালেন মোস্তাফিজকে দিয়ে। ৫০ ওভারের পুরনো বল। তার ওপর কালো এবং নরম মাটির পিচের সাথে ক্রমাগত ঘর্ষণে বল নরম হয়ে পড়েছিল। সেই বলে স্পিনার রিশাদ হতে পারতেন অধিক কার্যকর। তা না করে...