রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) নিজস্ব অর্থায়নে বহরে যুক্ত হচ্ছে নতুন জাহাজ ‘এমবি বাংলার প্রগতি’। ১৯৯ মিটার লম্বা, ৩৩ মিটার প্রস্থ, ১৮ মিটার গভীরতার জাহাজটি ৬৫ হাজার টন পণ্য পরিবহনে সক্ষম।জাহাজটির প্রধান ইঞ্জিন MAN-B&W (জার্মান লাইসেন্সের অধীনে নির্মিত, চীন সংযোজিত)। পাম্প স্পেনের এবং কম্প্রেসার নরওয়ের। ইতিমধ্যে জাহাজটির ট্রায়াল রান হয়েছে চীনে। শিগগির জাহাজটি পণ্য বোঝাই করবে এবং লাল-সবুজের পতাকা ফেরি করবে বিশ্বের বন্দর থেকে বন্দরে। বহরে যুক্ত হতেই প্রতিদিন ২০ হাজার ডলারের ভাড়াও নিশ্চিত হয়েছে জাহাজটির। বিএসসির মহাব্যবস্থাপক (কার্গো সুপারভিশন এন্ড অপারেশন) ক্যাপ্টেন জামাল হোসেন তালুকদার বাংলানিউজকে এসব বিষয় নিশ্চিত করেছেন। তিনি জানান, লন্ডনে জাহাজটি কাগজে পত্রে হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি থেকে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) বুঝে নিয়েছে। ডেলিভারি এবং গ্রহণের প্রটোকল উভয় পক্ষের দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার...