চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম ওরফে চায়নিজ রফিককে চেক জালিয়াতি মামলায় এক বছরের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৪০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে আসামির অনুপস্থিতিতে এ রায় দেন জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আব্দুল বাশির মো. নাহিদুজ্জামান। বাদীপক্ষের আইনজীবী রবিউল ইসলাম বলেন, ‘ব্যবসার জন্য চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বাসিন্দা হাম্মাদ আলীর কাছ থেকে ৪০ লাখ টাকা ধার নেন বিএনপি নেতা রফিক। ২০১৩ সালের ১ জানুয়ারি হাম্মাদ আলীকে ১০ লাখ করে ৪০ লাখ টাকার চারটি চেক দেন...