২২ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম ধর্ষণের অভিযোগ তুলে নগরীর খানপুর এলাকা থেকে এক নিরাপত্তা প্রহরীকে বাসা থেকে তুলে নিয়ে মারধরের আট ঘণ্টা পর হাসপাতালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গুরুতর আহত অবস্থায় ওই যুবককে স্থানীয় কিছু লোক হাসপাতালে রেখে চলে যায়। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টায় হানিফের মৃত্যু হয় বলে জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শাহাদাত হোসেন নিশ্চিত করেছেননিহত যুবকের নাম আবু হানিফ (৩০)। সে বাগেরহাটের শরণখোলার আবুল কালামের ছেলে। পেশায় তিনি ছিলেন নিরাপত্তা প্রহরী এবং খানপুরের একটি ভাড়া বাসায় থাকতেন। তার স্ত্রী তিন শিশু সন্তানকে নিয়ে কয়েকদিন আগে গ্রামের বাড়িতে গেছেন।হাসপাতালের চিকিৎসক ডা. শাহাদাত হোসেন জানান, স্থানীয় কয়েকজন লোক বিকেল ৩টার দিকে হানিফকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে...