২২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচ খেলতে গতকাল কুয়েত পৌঁছেছে বসুন্ধরা কিংস। আগামী শনিবার শুরু হবে লিগের গ্রুপ পর্বের ম্যাচ। এই টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি বসুন্ধরা কিংস। চ্যালেঞ্জ লিগে গ্রুপ ‘বি’ তে খেলবে বাংলাদেশ ফুটবল লিগের টানা পাঁচ বারের চ্যাম্পিয়নরা। স্বাগতিক দল আল কুয়েত ছাড়া বাকি দুই দল হল- ওমানের ক্লাব আল সিব ও লেবাননের ক্লাব আল আনসার এফসি। শনিবার প্রথম ম্যাচে কিংসের প্রতিপক্ষ আল সিব। জাবের আল মুবারাক আল হামাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। ২৮ অক্টোবর কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আল আনসারের বিপক্ষে। আর ৩১ অক্টোবর শেষ ম্যাচে তারা মোকাবেলা করবে স্বাগতিক দল আল কুয়েতের। পাঁচ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা তিন গ্রুপ রানার্স আপসহ...