২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার পর দ্রুত পদক্ষেপ না নেয়ার গাফিলতি বেরিয়ে আসছে বেবিচকের বিরুদ্ধে। একই সাথে অগ্নিকাণ্ডের বিষয়ে বারবার সতর্ক করার পরও কার্যত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। উল্টো গুরুত্বপূর্ণ এই বিষয়ে গা ছাড়া ভাব ছিল। যার সর্বশেষ পরিণতি ভয়াবহ অগ্নিকাণ্ড। বিমানবন্দরের কার্গো বা হ্যাঙ্গার অগ্নিকাণ্ডের বিষয়ে পূর্ব থেকে ছিল সতর্ক বার্তা। একাধিকবার বেবিচক সদর দফতরকে লিখিতভাবে অবহিত করা হয়। কিন্তু দায়িত্বশীল ব্যক্তিদের এ বিষয়ে গা ছাড়া ভাবের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি গোয়েন্দা সংস্থার প্রাথমিক তদন্তে এসব বিষয় বেরিয়ে এসেছে। তবে মঙ্গলবার সংবাদ সম্মেলনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক সাংবাদিকদের বলেছন, কুরিয়ারের খোপ ভেঙে প্রাথমিকভাবে আগুন...