২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালকে (এনসিটি) দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ড কিংবা অন্য কোনো বিদেশি কোম্পানির কাছে ইজারা প্রদানের সিদ্ধান্ত বাতিল এবং লাভজনক এনসিটিকে বন্দরের হাতে রাখার দাবি জানিয়েছে চট্টগ্রাম শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। এ দাবি আদায়ের লক্ষ্যে আজ বুধবার সকাল ১১টায় আগ্রাবাদে আখতারুজ্জামান সেন্টার মোড়ে প্রতিবাদ সমাবেশ এবং সেখান থেকে বারিক বিল্ডিং মোড় হয়ে বন্দরের দিকে মিছিল করবে বৃহত্তর শ্রমিক জোট- স্কপ।শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) চট্টগ্রামের যুগ্ম-আহŸায়ক, সাবেক বন্দর সিবিএ সেক্রেটারি কাজী শেখ নুরুল্লাহ বাহার গতকাল মঙ্গলবার দৈনিক ইনকিলাবকে একথা জানান। তিনি বলেছেন, চট্টগ্রাম বন্দরের হৃৎপিÐ খ্যাত এনসিিিট দেশের সবচেয়ে বড় কন্টেইনার স্থাপনা। এটি বন্দরের টাকায় নির্মিত এবং সর্বাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ। প্রতিবছর এনসিটি মুনাফা অর্জনের রেকর্ড সৃষ্টি করছে। গত ৭...