২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম হাসিনার শাসনামলে গুম-খুনের সঙ্গে সংশ্লিষ্ট সেনা কর্মকর্তাদের (হেফাজতে থাকা) আজকের মধ্যে (বুধবার) হাজির করা না হলে তাদের আত্মসমর্পণ করতে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এমন কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম। গতকাল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের হাজির করা হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রসিকিউটর তামিম বলেন, যদি তারা (হেফাজতে থাকা কর্মকর্তারা) বুধবার হাজির না হন অথবা তাদের হাজির করা না হয় তাহলে আইন অনুযায়ী তাদের ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হবে। একটি তারিখ নির্ধারণ করা হবে, ওই দিনই যেন তারা ট্রাইব্যুনালে হাজির হন। মামলা সম্পর্কে জানার জন্য বা মামলায় অ্যাপিয়ার হওয়ার...