২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম আসামিপক্ষে যুক্তি খণ্ডন করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন দাবি করেছেন, শেখ হাসিনার সময় সত্যিকার আইনের শাসন চলেছে। বিভিন্ন হত্যাকাণ্ড তিনি নিজ দলের নেতা-কর্মীদেরকেও বিচারের মুখোমুখি করেছেন। দৃষ্টান্তস্বরূপ তিনি বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা মামলা, বিশ্বজিৎ হত্যা মামলার প্রসঙ্গ তুলে ধরেন। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. গোলাম মর্তুজা নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ তার পাল্টা যুক্তি রেকর্ড করেন।দ্বিতীয় দিনের যুক্তি খÐনে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত বিভিন্ন হত্যাকাÐ ও অপরাধের বিচার করেছেন শেখ হাসিনা। তিনি আসামিদের ছেড়ে দেননি। তাদের দৃষ্টান্তমূলক বিচার হয়েছে। নারায়ণগঞ্জের সাত খুনে জড়িতদের বিচার, বুয়েটের আবরার ফাহাদ হত্যা ও বিশ্বজিৎ হত্যার ঘটনায় নিজের দলের লোকদেরও বিচারের...