২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদে নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব গ্রহণের পূর্বে শপথ নিবেন। আগামী বৃহস্পতিবার চাকসু প্রতিনিধিদের শপথ অনুষ্ঠিত হবে । গতকাল মঙ্গলবার তথ্যটি নিশ্চিত করে চাকসু নির্বাচন পরিচালনার সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদে ২৬ জন প্রার্থী শপথ নিবেন। এছাড়া ১৪টি হল এবং ১ হোস্টেল সংসদ নির্বাচনে সর্বমোট ২১০ জন প্রতিনিধি শপথ গ্রহণ করবেন। চাকসু নির্বাচনের সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী বলেন, চাকসু নির্বাচন কমিশনের শেষ কাজ হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের শপথ প্রদান করা। আমরা আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করবো।চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৬ জন নির্বাচিত প্রতিনিধির মধ্যে ২৪ জনই বাংলাদেশ...