২২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম প্রথম বারেরমত নিরপেক্ষ ভেন্যু হিসাবে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ আয়োজন করবে বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে আফগানিস্তানের হোম ম্যাচটি বাংলাদেশে অনুষ্ঠিত হবে। গতকাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১৮ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বের আফগানিস্তান ও মিয়ানমারের ম্যাচ। ম্যাচটি আফগানিস্তানের মাঠে হওয়ার কথা ছিল। তবে সেখানে না হয়ে এখন ঢাকার কিংস অ্যারেনাতে হতে যাচ্ছে। শুরুতে আফগানিস্তান ফুটবল ফেডারেশন অনুরোধ জানায় বাংলাদেশকে। পরবর্তীতে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) অনুমোদনের পর ম্যাচ আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়। একই দিনে ঢাকায় বাংলাদেশ ও ভারতের ম্যাচও রয়েছে ঢাকা জাতীয় স্টেডিয়ামে। জানা গেছে, তার আগে আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলতে পারে বাংলাদেশ। ঢাকায় আসছেন জার্মান উপমন্ত্রী জোহান সাথফ,...