মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সাউথ আফ্রিকার কাছে বিশাল ব্যাবধানে হেরেছে পাকিস্তান। ম্যাচের মাঝে বেশ কয়েকবার হানা দেয় বৃষ্টি। ওভার কমিয়ে আনলেও পাকিস্তানের জন্য কঠিন ছিল ম্যাচে ফেরা। বৃষ্টি আইনে প্রোটিয়াদের কাছে ১৫০ রানে হার দেখেছে পাকিস্তান। কলম্বোতে টসে জিতে সাউথ আফ্রিকাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানা। ম্যাচে ১ ওভার হতেই হানা দেয় বৃষ্টি। পরে ওভার কমিয়ে ৪০ ওভারে আনা হয় খেলা। বেধে দেয়া ওভারে ৯ উইকেট হারিয়ে প্রোটিয়ারা সংগ্রহ করে ৩১২ রান। দ্বিতীয় ইনিংসে ১০ ওভার যেতেই আবার শুরু হয় বৃষ্টি। বেশ কিছুক্ষণ খেলা বন্ধ থাকে। পরবর্তীতে ম্যাচের ওভার কমিয়ে আনা হয় ২৫ ওভারে, পাকিস্তানের নতুন লক্ষ্য দাঁড়ায় ২৬২ রান। ১২তম ওভারে আবারও বৃষ্টি শুরু হলে ম্যাচ সল্প সময়ের জন্য বন্ধ থাকে। সে কারণে কমানো হয় আরও...