বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বাংলাদেশ একটি ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি। তিনি বলেন, সরকার ও ঐকমত্য কমিশন প্রধান হিসেবে আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি আগামী নভেম্বরে গণভোট দিয়ে এই জুলাই সনদের আইনগত ভিত্তি ঠিক করতে হবে।মঙ্গলবার সকালে খুলনা-৫ আসনের শাহপুর আঞ্চলিক অফিসে ডুমুরিয়া উপজেলার ধামালিয়া, রঘুনাথপুর, রুদাঘরা ইউনিয়ন ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। গোলাম পরওয়ার বলেন, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য নির্বাচনের মাধ্যমে নতুন করে নির্বাচিত কোনো শাসক যাতে কর্তৃত্ববাদী, স্বৈরাচারি বা ফ্যাসিবাদী না হয়ে ওঠে সেভাবে জনপ্রশাসন, মাঠপর্যায়ের প্রশাসন, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশনসহ সরকারের ছয়টি অঙ্গকে সাজানো হয়েছে। সরকার ছয়টি...