বিশ্ব ক্রিকেটেরই সেরা তারকা জুটি অ্যালিসা হিলি ও মিচেল স্টার্ক ক্রিকেট শুধু মাঠের খেলা নয়, এটি জীবনেরও গল্প কখনো একার, কখনো যুগলের। অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গনে এমনই এক দৃষ্টান্ত স্থাপন করেছেন অ্যালিসা হিলি ও মিচেল স্টার্ক। একজন নারী ক্রিকেট দলের অধিনায়ক ও বিধ্বংসী ব্যাটার, অন্যজন পুরুষ দলের বোলিং আক্রমণের প্রধান ভরসা। পেশাদারিত্ব, পারফরম্যান্স ও পারিবারিক জীবনের ভারসাম্য বজায় রেখে তারা গড়ে তুলেছেন এক সফল ক্রিকেট-জুটি যাদের গল্প অনুপ্রেরণা হয়ে উঠেছে হাজারো ভক্ত-সমর্থকের জন্য। অ্যালিসা হিলি ও মিচেল স্টার্ক মিলে অস্ট্রেলিয়ার হয়ে এখন পর্যন্ত মোট ৯টি বিশ্বকাপ শিরোপা জয় করেছেন। অ্যালিসা হিলি ৬টি২০ বিশ^কাপ (২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৮ ও ২০২২) ও দুটি ওয়ানডে বিশ্বকাপ ২০১৩ ও ২০২২। অন্যদিকে স্ট্রাক ২০১৫ সালে ওয়ানডে ও ২০২১ সালে টি২০ বিশ^কাপ জিতেছেন। এই সফল লিজেন্ড...