জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ করার দাবিতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের পদ বঞ্চিতদের একাংশ। আজ মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কাফনের কাপড় পরে এ মিছিল করেন তারা।বিক্ষোভ মিছিলটি নয়াপল্টনে চায়না টাওয়ার মার্কেটের সামনে থেকে শুরু করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে তারা ‘ছাত্রদলের অধিকার, দিতে হবে দিয়ে দাও’ ‘জিয়া, খালেদা,’ ‘ছাত্রদলের পরিচয়, দিতে হবে দিয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।সাবেক যুগ্ম সম্পাদক মৃধা মাসুদ রানা, সাবেক ছাত্রনেতা সাজিদ আহমেদ সুমন, আতাউর রহমান খান, মিজানুর রহমান, জহিরুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আব্দুল্লাহেল কাফি, সাকিব হাসান সম্রাট, মিনহাজুল আবেদীন নান্নু, শাহ নেওয়াজ, শরীফুল ইসলাম, নুরুল্লাহ শেখ, মোহাম্মদ আলী, সেলিম রেজা, ইমরান নওশাদ, এ কে খান শামীম,...