সীমান্ত সুরক্ষা, মাদক ও মানব পাচারের অভিশাপ থেকে দেশ ও জাতিকে মুক্ত রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদা জাগ্রত ও দৃঢ় সংকল্পবদ্ধ। টেকনাফ সীমান্তকে সুরক্ষিত রাখতে, বিশেষত মাদক, অপহরণ ও মানব পাচার প্রতিরোধে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সর্বদা তৎপরতা রয়েছে। তারই ধারাবাহিকতায়, আজ ২১ অক্টোবর ২০২৫ তারিখ ভোর বেলায় ২ বিজিবির অর্ধশতাধিক সদস্যের একটি বিশেষ আভিযানিক দল দুর্গম পাহাড়ি অঞ্চলে লুকিয়ে থাকা মানব পাচারকারী চক্রের মূল ডেরায় এক দুঃসাহসিক অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে শুধু অপরাধীদেরই ধরা হয়নি, বরং অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাচারকারীদের হাতে বন্দি থাকা ৬ জন নিরীহ ভুক্তভোগীকেও। এই অভাবনীয় আভিযানিক সাফল্য মানব পাচারকারীদের উদ্দেশ্যে বিজিবির পক্ষ থেকে এক বজ্রকঠোর বার্তা—দেশের নিরাপত্তা রক্ষায় বিজিবি অটল এবং অপরাধীদের জন্য এই পবিত্র ভূমিতে এক ইঞ্চি জায়গাও নিরাপদ নয়।...