শেরে বাংলার পিচের কালো রং আর এর আচরণ নিয়ে কথা বার্তা চলছেই। যদিও এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের কেউই সেভাবে উইকেট তীর্যক কথা বলেননি। তবে আজ মঙ্গলবার রাতে উইকেট নিয়ে ক্যারিবীয় স্পিনার আকিল হোসেন এমন এক মন্তব্য করেছেন, যা শুনে যে কেউ না হেসে পারবেন না। খেলা শেষে তার কাছে প্রশ্ন ছিল, প্রথম ম্যাচের উইকেট দেখে আপনার কি মনে হয়েছিল? আকিল হোসেনের উত্তর, `বিশ্বাস করবেন কিনা জানি না, আমি কিন্তু টিভিতে খেলা দেখতে বসে উইকেটের এমন রঙ দেখে টিভিই বন্ধ করে দিয়েছিলাম। কারণ আমার মনে হচ্ছিল উইকেটের এমন রঙ হতে পারে না। আমার টিভির কালার মনে হয় নষ্ট হয়ে গেছে। মানে আমি বিশ্বাসই করতে পারিনি যে উইকেটের রঙ এমন হতে পারে।‘ সাংবাদিকদের সাথে আলাপে আকিল জানালেন, তিনি সোমবার দিবাগত রাত...