বিরতির পর অলিম্পিয়াকোসের ঘটনাবহুল গোলে যে নাটকীয়তার আভাস মিলল, তা মিলিয়ে যেতে একদমই সময় লাগল না। প্রতিপক্ষে একজন কমে যাওয়ার সুযোগে তাদেরকে পুরোপুরি চেপে ধরল বার্সেলোনা। ফের্মিন লোপেসের দারুণ হ্যটিট্রিকে বড় জয়ের আনন্দে মাঠ ছাড়ল হান্সি ফ্লিকের দল। ঘরের মাঠে মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৬-১ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন মার্কাস র্যাশফোর্ড এবং তাদের আরেক গোলদাতা লামিনে ইয়ামাল।অক্টোবরের প্রথম দিনে এই প্রতিযোগিতায় ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ২-১ গোলে হেরেছিল বার্সেলোনা। এর তিন দিন পর লা লিগায় তারা হেরে যায় সেভিয়ার বিপক্ষে, ৪-১ ব্যবধানে। সেই জোড়া ধাক্কা সামলে গত শনিবার ঘরোয়া লিগে জিরোনার বিপক্ষে জিতে পথে ফেরে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এবার তারা ইউরোপ সেরা মঞ্চেও জয়ের পথে ফিরল। প্রথম দুই রাউন্ডে মাত্র এক পয়েন্ট পাওয়া অলিম্পিয়াকোস কিক অফের পরপরই আক্রমণ শাণায়।...