দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর শুধু একটি যাত্রী পরিবহনের কেন্দ্র নয় এটি বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তির প্রতীক। সম্প্রতি টার্মিনাল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা যদিও দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে, তবুও এটি দেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার সক্ষমতা এবং সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নিজস্ব ফায়ার ইউনিটের প্রস্তুতি, সরঞ্জাম ও প্রশিক্ষণের সীমাবদ্ধতাকে নতুন করে সামনে এনেছে। যদিও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ঘটনাটি দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না। তবুও বিশেষজ্ঞরা এটিকে সতর্কবার্তা হিসেবে দেখছেন। কারণ বিমানবন্দরের নিরাপত্তা ও জরুরি প্রতিক্রিয়ার সক্ষমতা এখন আন্তর্জাতিক বিমান চলাচলের একটি গুরুত্বপূর্ণ সূচক। গত শনিবার দুপুর সোয়া ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। একে একে ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। যোগ দেয় সেনা, নৌবাহিনী ও বিজিবি। এ সময় ফায়ার...