চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ এলাকায় বিষাক্ত মদপানে সাতজনের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা যাচাই ও কারণ জানতে গতকাল মঙ্গলবার আদালতের নির্দেশে চারজনের মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হুদা মনিরের উপস্থিতিতে ময়নাতদন্তের জন্য মরদেহগুলো উত্তোলন করা হয়। জানা যায়, গত ৯ অক্টোবর রাতে ডিঙ্গেদহ বাজার এলাকায় কয়েকজন বিষাক্ত অ্যালকোহল পান করেন। এরপর একে একে সাতজনের মৃত্যু হয়। এদের মধ্যে চারজনকে গোপনে দাফন করে ফেলেছিল পরিবার। পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে, এই মৃত্যুর সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসায় ব্যবহৃত বিষাক্ত স্পিরিটের যোগসূত্র রয়েছে। পুলিশ এ ঘটনায়...