টাঙ্গাইলের মির্জাপুরে প্রায় দুই বছর ধরে প্রতিষ্ঠানে না গিয়েও বেতন তোলার অভিযোগ উঠেছে এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তবে শোকজ করার পর মাঝে একবার বিদ্যালয়ে গিয়ে হাজিরা খাতায় স্বাক্ষর দিয়ে এসেছেন তিনি। বর্তমানে প্রতিষ্ঠানের বিভিন্ন দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করছেন অজ্ঞাত স্থান থেকে। এমন অভিযোগ উঠেছে উপজেলার ময়নাল হক উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক এটিএম আবদুল মতিনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রধান শিক্ষকের এ ধরনের আচরণের কারণেই প্রতিষ্ঠানটি থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ১৮ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। ২০২৩ সালে প্রতিষ্ঠানটি মাধ্যমিক থেকে উচ্চমাধ্যমিকে রূপান্তরিত হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. একতে-খারুজ্জামান বলেন, যৌন হয়রানির অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেন না। তার জায়গায় কোনো ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি বলেও জানান তিনি। এ বিষয়ে অজ্ঞাত স্থানে থাকা প্রধান...