৩১ মার্চ ২০২৩- স্থান চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। আয়ারল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজের শেষ ম্যাচে টসের একটু আগে বাংলাদেশের ড্রেসিং রুমের সামনে একটি বৃত্ত। গোল হয়ে দাঁড়িয়ে দলের সবাই। সেই বৃত্তের ভেতর স্বপ্ন পূরণ হলো ২০ বছর বয়সী রিশাদ হোসেনের। তার মাথায় ক্যাপ তুলে দিলেন অধিনায়ক সাকিব আল হাসান। তার সঙ্গে নতুন করে পথচলা শুরু বাংলাদেশ ক্রিকেটের পুরনো এক স্বপ্নের। কার্যকর একজন লেগ স্পিনার পাওয়া! ব্যাটিং ব্যর্থতায় সেদিন দল হারলেও ৩ ওভারে ১৯ রান দিয়ে ১ উইকেট নিয়ে রিশাদ যে ভবিষ্যতের বার্তা দিয়েছিলেন ধীরে ধীরে সেটি সত্যি হওয়ার পথে। তিন বছরে ৫০ টি২০তে নামের পাশে ৬১ উইকেট। বিপিএল, পিএসএল মাতিয়ে বিগ ব্যাশেও ডাক পেয়েছেন। লেগস্পিনাররা উইকেট শিকারি বোলার হলেও সাধারণত বেশি রান দিয়ে থাকেন। ধুঁকতে থাকা কোনো দল অনেক সময়...