বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব মো. আব্দুর রহমান তারাফদার সিলেটের কিডনি ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি হাসপাতালটি ঘুরে দেখেন। পরিদর্শনকালে সচিব ডায়ালাইসিস ইউনিট ও ইনডোর ওয়ার্ড পরিদর্শন করেন এবং রোগীদের চিকিৎসা ও সেবার মান পর্যবেক্ষণ করেন। তিনি হাসপাতালের চিকিৎসক ও নার্সদের নিবেদিত সেবার প্রশংসা করেন এবং কিডনি রোগীদের জন্য সুলভ মূল্যে মানসম্পন্ন চিকিৎসা সেবা দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানান। মো. আব্দুর রহমান তারাফদার কিডনি ফাউন্ডেশনের সমাজসেবামূলক ভূমিকা ও সিলেট অঞ্চলের স্বাস্থ্যসেবা উন্নয়নে অবদানের প্রশংসা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাঁর আগমন ও উৎসাহের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। উল্লেখ্য, আন্তর্জাতিক মানের স্বয়ংসম্পূর্ণ এই হাসপাতালটি স্থাপনের লক্ষ্যে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী লায়ন জুবায়ের আহমদ চৌধুরী ও তাঁর পরিবারের সদস্যরা ১২০ শতক ভূমি বিনামূল্যে ও বিনাশর্তে দান করেছেন। হাসপাতালটি নির্মাণে ২০১৮ সাল থেকে উদ্বোধন পর্যন্ত...