বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় তারকাদের একজন আমিনুল ইসলাম বুলবুল। এক কথায় বলা যায়, দেশের ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র তিনি। নব্বইয়ের দশক ও বিংশ শতাব্দীর শুরুতে মানুষের মুখে মুখে ছিল বুলবুলের নাম। সেই সময় রেডিওতে ধারাবিবরণী শুনে কিংবা মাঝেমধ্যে বিটিভিতে খেলা দেখে বুলবুলের অন্ধ ভক্ত বনে যান লাখ লাখ ক্রিকেটপ্রেমী।সঙ্গতকারণেই বুলবুল বাংলাদেশের ক্রিকেটে নস্টালজিক এক নাম। আকরাম খানের নেতৃত্বে ১৯৯৭ আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ যেবার প্রথম বিশ্বকাপে খেলার সুযোগ পায়, বুলবুল ছিলেন সেই দলের অন্যতম সেরা পারফরমার। পরে ১৯৯৯ সালে ইংল্যান্ডে হওয়া বিশ^কাপে বাংলাদেশ দলের গর্বিত অধিনায়ক ছিলেন বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের প্রধান অভিভাবক বুলবুল। এরপর টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর ২০০০ সালে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে বাংলাদেশ। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সেই টেস্টের প্রথম ইনিংসে ১৪৫ রানের অনবদ্য এক ইনিংস খেলে...