২২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম গণতন্ত্রের মূল ভিত্তি হলো জনগণের মতপ্রকাশের স্বাধীনতা। এই মতপ্রকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সংবাদপত্র। সংবাদপত্রের স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকতে পারে না। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় সংবাদপত্রের স্বাধীনতা একটি মৌলিক অধিকার এবং অপরিহার্য উপাদান। একে হরণ করা মানে গণতন্ত্রের শিকড় কেটে ফেলা। গণমাধ্যম যখন নীরব, তখন রাষ্ট্রের স্বচ্ছতা বিলীন হয়, জবাবদিহিতার জায়গায় তৈরি হয় ভয়। আর সেই ভয়ই জন্ম দেয় স্বৈরতন্ত্রের। সংবাদপত্রের স্বাধীনতা শুধু সাংবাদিকদের পেশাগত অধিকার নয়, বরং জনগণের তথ্য জানার অধিকার, রাষ্ট্রের জবাবদিহি নিশ্চিত করা এবং সমাজে স্বচ্ছতা ও ন্যায় প্রতিষ্ঠার একটি শক্তিশালী হাতিয়ার। সংবাদপত্রের স্বাধীনতা বলতে বোঝায়, রাষ্ট্রীয় বা রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত, সত্য ও বাস্তব তথ্য প্রকাশ করার অধিকার। এটি সেই ক্ষমতা যার মাধ্যমে সংবাদপত্র জনগণের পক্ষে...