২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম জয়পুরহাটের পাঁচবিবিতে অতিরিক্ত আলু উৎপাদনের কারণে বাজারে দাম কমে যাওয়ায় বড় ধরনের লোকসানের আশঙ্কায় পড়েছেন কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকরা। অন্যান্য বছর লাভবান হলেও এবার আলু চাষে দিশেহারা হয়ে পড়েছেন তারা। কৃষকদের লোকসান পোষাতে সরকার হিমাগার গেটে আলুর দাম কেজিপ্রতি ২২ টাকা নির্ধারণ করলেও, সে দামে ক্রেতা না থাকায় কেউই উপযুক্ত মূল্য পাচ্ছেন না। ফলে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিক—সব পক্ষই ক্ষতির মুখে পড়েছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার আটটি ইউনিয়নে প্রায় সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে আলুর চাষ হয়েছে। কৃষক ও বীজ আলুর ডিলাররা জানান, মৌসুমের শুরুতেই বীজ আলুর বাজার ছিল সিন্ডিকেটের দখলে। এজন্য সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বীজ কিনতে...