২২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০১ এএম কেউ স্ক্র্যাচে ভর করে খেলেছে। কেউ বা লাঠি হাতে ভর দিয়েই ফুটবল নিয়ে মেতেছে। শারীরিক এমন প্রতিবন্ধী খেলোয়াড়দের এক ফুটবল উৎসবে মেতে উঠেন ৪৫ জন আম্পুটি ফুটবলার। গত পরশু ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) আয়োজনে জাতীয় সংসদ ভবনের পাশে ফাইয়াজ স্টেডিয়ামে দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ ও ট্র্রায়াল শেষে ২০ জনকে প্রাথমিকভাবে বাছাই করা হয়। যারা আগামীতে ঘরোয়া ও আন্তর্জাতিক আসর মাতাবেন। সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ অঙ্গহীন ফুটবলারদের অনুষ্ঠানে এসে আবেগে আপ্লুত। তিনি বলেন, ‘আমাদের আল্লাহ সব দিয়েছেন। আমরা দেশের তারকা হয়েছি ফুটবল খেলে। তবে শারীরিকভাবে প্রতিবন্ধীরাও যে এত ভাল ফুটবল খেলে, তা এখানে না আসলে দেখতে পেতাম না। আমি এই খেলোয়াড়দের সঙ্গে থাকবো সব সময়।’ খেলা শেষে...