২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র সাড়ে তিন মাস (সরকারের ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধ ধরে)। পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি না হলে নির্বাচনে অংশ নেবে না, বক্তব্যে লোকদেখানো এসব কথা বললেও জামায়াতে ইসলামী ইতোমধ্যে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করে পুরোদমে তাদের প্রার্থীরা নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন। অন্যদিকে, দেশের সর্ববৃহৎ ও জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি; বরং প্রতিটি নির্বাচনী আসনেই প্রচার-প্রচারণা ও কাজ করে যাচ্ছেন দলটির একাধিক মনোনয়ন-প্রত্যাশী। বিএনপি এসব প্রার্থীর মধ্য থেকে বিগত দিনে আন্দোলন-সংগ্রামে ত্যাগী, নেতাকর্মী ও জনগণের কাছে জনপ্রিয় প্রার্থীদের তালিকা করছে। জয়ের সম্ভাবনা রয়েছেন এমন প্রার্থীদেরই এবার মনোনয়ন দিতে চায় দলটি। এ জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একাধিক টিম (জাতীয়তাবাদী মতাদর্শের...