২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম টেকসই পরিবহন কৌশল ও প্রাতিষ্ঠানিক সংস্কার ছাড়া সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব নয় এমন মন্তব্য করে বাংলাদেশ রোড সেফটি নেটওয়ার্ক জানিয়েছে, দেশের সড়কে চলাচলকারী বিপুলসংখ্যক মেয়াদোত্তীর্ণ যানবাহনই কাঠামোগত হত্যাকাণ্ডের মূল কারণ। সংগঠনটির দাবি, দুর্বল পরিবহন ব্যবস্থাপনা, সমন্বয়হীনতা, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে দেশে প্রতিদিন মানুষ অকারণে প্রাণ হারাচ্ছে। মেয়াদোত্তীর্ণ যানবাহন চলাচল বন্ধ না করলে এই মৃত্যু প্রতিরোধ সম্ভব নয়। এটি এখন আর দুর্ঘটনা নয়, বরং কাঠামোগত হত্যাকাÐ। গতকাল মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। এতে বলা হয়, বর্তমানে দেশে প্রায় পাঁচ লাখ মেয়াদোত্তীর্ণ যানবাহন রয়েছে, যার মধ্যে ৭০ শতাংশ এখনো রাস্তায় চলাচল করছে। এর মধ্যে বাস, ট্রাক ও...