২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০০ এএম স্বৈরাচার হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয় গত বছরের ৫ আগস্ট। ওই দিন ছাত্র-জনতার বিপ্লবে দেশ থেকে পলায়ন করে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। হাসিনার পতনের পর গত ১৬ বছরের নানা বঞ্চনার স্বীকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নানা দাবি নিয়ে রাজপথে নামে। প্রতিদিন এভাবে দাবি নিয়ে রাজধানীর রাজপথগুলো অচল করে দিতো আন্দোলনকারীরা। পরিণত হয়েছিল দাবি আদায়ের বা আন্দোলনের শহর হিসেবে রাজধানী ঢাকা। এক সময়ে এসব দাবিকে ঘিরে তৈরি হচ্ছিল খণ্ড খণ্ড আন্দোলন। প্রতিদিনই শোনা যেত সচিবালয়ে ঢুকে পড়েছে আন্দোলনকারীরা। কখনোবা প্রধান উপদেষ্টার কার্যালয় মুখে বিক্ষোভ ও বাসভবনে ঢোকার চেষ্টা। পরবর্তীতে সরকার আন্দোলন ও দাবি-দাওয়া রোধে সচিবালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ ও আন্দোলন নিষিদ্ধ করা হয়। পরবর্তীতে মাঝে মাঝে...