২২ অক্টোবর ২০২৫, ১২:৪১ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:৪১ এএম এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা বৃদ্ধির দাবিতে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই বিবেচনাটি যদি আগে করা হতো, তবে শিক্ষকমণ্ডলীর কষ্ট এবং ছাত্র-ছাত্রীদের ক্ষতি উভয়ই এড়ানো যেত। গতকাল মঙ্গলবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।জামায়াতের আমির বলেন, ‘বাড়ি ভাড়াসহ বিভিন্ন ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত সম্মানিত শিক্ষকমণ্ডলীর যৌক্তিক আন্দোলনের দাবিটি অবশেষে সরকার মেনে নিয়েছে। কিন্তু এর মধ্যে সম্মানিত শিক্ষকমণ্ডলী যথেষ্ট কষ্ট ভোগ করেছেন। বছরের শেষ প্রান্তে এসে শিশু-কিশোর ও ছাত্র-ছাত্রীদের পড়ালেখারও কিছুটা ক্ষতি হয়েছে। এই বিবেচনাটি আগে করলে শিক্ষকমণ্ডলীর কষ্ট এবং ছাত্র-ছাত্রীদের ক্ষতি উভয়ই এড়ানো যেত। সম্মানিত শিক্ষকদের প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা। বিলম্বিত হলেও সরকারের সিদ্ধান্তের জন্য ধন্যবাদ।’ ঢাকায় আসছেন জার্মান...