২২ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম | আপডেট: ২২ অক্টোবর ২০২৫, ১২:০৪ এএম দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে, বিমান, ব্যাংকিং, রিয়েল এস্টেট, লজিস্টিক ব্যবসা এবং কমিউনিটি পরিষেবার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব মোরশেদুল আলম চাকলাদারকে বাংলাদেশে ইসোয়াতিনি রাজ্যের অনারারি কনসাল হিসেবে আনুষ্ঠানিকভাবে নিযুক্ত করা হয়েছে।গত ১৯ অক্টোবর রাজা মসোয়াতি তৃতীয়ের কর্তৃত্বে ইসোয়াতিনি রাজ্যের রাজকীয় সরকার আনুষ্ঠানিকভাবে এই নিয়োগ প্রদান করে। সরকার অফিসিয়াল এক্সিকিউটর জারি করে পূর্ণ ক‚টনৈতিক স্বীকৃতি প্রদান করেছে, যা মি. চাকলাদারকে বাংলাদেশের মধ্যে ইসোয়াতিনির স্বার্থের প্রতিনিধিত্ব করার এবং কনস্যুলার দায়িত্ব পালনের অনুমতি দিয়েছে।এই স্বেচ্ছাসেবী ভ‚মিকায়, অনারারি কনসাল শক্তিশালী অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং ক‚টনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক ভুমিকা পালন করবেন। মূল দায়িত্বগুলোর মধ্যে থাকবে বাণিজ্য মিশনগুলোকে সহজতর করা, পর্যটন প্রচার করা, বাংলাদেশে ইসোয়াতিনির নাগরিকদের সহায়তা করা এবং...