পারস্পরিক সম্মান ও সহানুভূতি : দাম্পত্য জীবনে কলহের প্রধান কারণ হলো, একে অপরের প্রতি সম্মানের ঘাটতি। স্বামী যদি স্ত্রীকে হেয় করে, কিংবা স্ত্রী যদি স্বামীকে অসম্মান করে, তাহলে সম্পর্কের ভিত্তিই নড়বড়ে হয়ে যায়। আল্লাহতায়ালা কোরআনে বলেন, ‘তোমরা তাদের (স্ত্রীদের) সঙ্গে সদ্ব্যবহার করো। যদি তোমরা তাদের অপছন্দ করো, তবে হতে পারে তোমরা কোনো জিনিস অপছন্দ করছ, অথচ আল্লাহ তাতে অনেক কল্যাণ রেখেছেন।’ (সুরা নিসা ১৯) এই আয়াত আমাদের শেখায়, অপছন্দের মধ্যেও যেন ভালো দিক খুঁজে নেওয়া হয়। দাম্পত্য জীবনে অপরজনের প্রতি দয়া, মায়া ও সম্মান বজায় রাখলে কলহের সুযোগ থাকে না। সহনশীলতা ও ধৈর্যের অনুশীলন : প্রত্যেক সম্পর্ক টিকে থাকে ধৈর্যের মাধ্যমে। দাম্পত্য জীবনে দুজন ভিন্ন মানুষ, ভিন্ন অভ্যাস ও মানসিকতার। তাই কিছু মতবিরোধ হবেই। কিন্তু অল্পতেই রাগ, চিৎকার বা কটূবাক্য...