ঢাকা মেট্রোরেলে এখন থেকে স্টেশনে ঢুকে যাত্রা না করে বেরিয়ে এলেই কাটা যাবে ১০০ টাকা ভাড়া। আগে কেউ স্টেশনে প্রবেশের পর পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে গেলে তাকে কোনো ভাড়া দিতে হতো না। তবে ২০ অক্টোবর থেকে সেই সুযোগও বন্ধ করে দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। নতুন এই নিয়মের নোটিশ ইতোমধ্যেই রাজধানীর সব মেট্রোরেল স্টেশনে টানানো হয়েছে। কারওয়ান বাজার স্টেশনের এক কর্মকর্তা জানান, এখন থেকে ‘ফ্রি এন্ট্রি-এক্সিট’ একেবারেই বন্ধ। গতকাল সোমবার থেকেই নিয়মটি কার্যকর করা হয়েছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ গণমাধ্যমকে বলেন, তিনি নিয়মটি সম্পর্কে অবগত নন। তবে প্রতিষ্ঠান...